বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্মার্ট বাংলাদেশের জন্যে শিক্ষার্থীদেরও সকল দিকে স্মার্ট হতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জের গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। ফরিদগঞ্জ উপজেলার কয়েকটি স্কুলের মধ্যে গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয় ব্যতিক্রমী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করছে। যেখানে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক ও স্কাউটিং শিক্ষার্থীদের মেধা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। সেই স্মার্ট বাংলাদেশের জন্যে আমাদের শিক্ষার্থীদেরও সকল দিকে স্মার্ট হতে হবে। আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে আজ শিক্ষা ব্যবস্থা উন্নতির দিকে যাচ্ছে। দেশের পাশের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। দেশে উন্নয়ন হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তাছলিম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা শিক্ষা শাখা বিভাগীয় প্রধান ড. মাসুদ ইকবাল, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন আহাম্মেদ রাজন, কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মাইন উদ্দিন পাটওয়ারী।

এদিকে সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা ও স্কাউটরা পদ্মা, মেঘনা ও যমুনা নামে তিনটি সাব ক্যাম্প করে। ক্যাম্পগুলোতে তারা ব্যতিক্রমী কিছু গেজেট উপস্থাপন করা হয়। আলোচনা শেষে মেধা বৃত্তি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়