প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে দুই কিশোর গ্যাং গ্রুপের দ্বন্দ্ব ॥ বসতঘরে আগুন, ছুরিকাহত ১](/assets/news_photos/2023/02/12/image-29522.jpg)
ফরিদগঞ্জে দুই কিশোর গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্বে বসতঘরে আগুন দেয়া ছাড়াও প্রতিপক্ষের হামলায় আমির হামজা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়। ঘটনাটি গত ১০ ফেব্রুয়ারি রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে ঘটে। জানা গেছে, নারীঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তানভীর (১৫) গ্রুপ একই স্কুলের ২০২৩ এসএসসি পরীক্ষার্থী আমির হামজার (১৬) উপর ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনাকে কেন্দ্র করে তানভির গ্রুপের মারুফ ও কাউসারের বাড়িতে শোডাউন করে আমির হামজার ক্লাসমেটসহ অন্যরা। পরে গভীর রাতে আমির হামজার বসতঘরে তানভির গ্রুপ কর্তৃক আগুন দেয়ার অভিযোগ উঠে।
হামলায় আহত আমির হামজা বলেন, তানভির, মারুফ ও কাউসারদের সাথে এক সপ্তাহ পূর্বে ঝামেলা হয়। পরে স্থানীয় এক বড়ভাই সমঝোতা করে দেয়। কিন্তু শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কাঁশারা গ্রামে মাহফিলে আবারো তাদের সাথে বিরোধ হয়। রাতে তারা আমার বাড়িতে আগুন দেয়।
ইউপি সদস্য মুকবুল হোসেন বলেন, আমির হামজা ও তানভিরদের সাথে অনেক আগের ঝামেলা নারীঘটিত বিষয় নিয়ে। তারা উভয়ে স্কুলে পড়ে। মাহফিলে ঝামেলা হওয়ার পরে হামজার সহপাঠীরা তানভিরের সাথে থাকা একজনের বাড়িতে শোডাউন করে। পাল্টা ঘটনায় রাতে আমির হামজার ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, রাতে আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা এখনো কোনো লিখিত অভিযোগ দেয় নাই।