বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

আলিম পরীক্ষায় মুন্সীরহাট আলিম মাদ্রাসার সাফল্য
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

সদ্য প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলের দিক দিয়ে সাফল্যের ধারাবাহিকতায় রয়েছে ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীরহাট আইএইচ ইসলামিয়া আলিম মাদ্রাসা।

এ মাদ্রাসা থেকে এবার ৫৩ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১৩ জন জিপিএ-৫ সহ ৫৩ জনই উত্তীর্ণ হয়েছে। তাছাড়া ৩৩ জন ‘এ’ গ্রেড, ৫ জন ‘এ’ মাইনাস ও মাত্র ২ জন ‘বি’ গ্রেড পেয়েছে। ঈর্ষণীয় এ ফলাফলে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিলো উৎসব আনন্দে।

মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র এলাকায় জ্ঞান বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। এক্ষেত্রে প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য ও বর্তমান সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মামুন মুন্সী অক্লান্ত পরিশ্রম ও সার্বক্ষণিক দিক-নির্দেশনার কারণে এ বিদ্যাপীঠটি দিন দিন সুনাম অর্জন করে চলছে। তিনি অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী হওয়ায় শত ব্যস্ততার মাঝেও মাদ্রাসার সার্বিক খোঁজ খবর, দিক-নির্দেশনা এবং ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা করেন।

ভালো ফলাফলের জন্যে এক প্রতিক্রিয়ায় মুন্সীরহাট আইএইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোরশেদ আলম মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া জ্ঞাপন করে বলেন, গভর্নিং বডির সভাপতি, সদস্যবৃন্দের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা ও দক্ষতা, ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবক ও অত্র এলাকার গুণীজনদের সহযোগিতা ও দোয়া এ ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।

আগামীতে আরও ভালো করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে মুন্সীরহাট আইএইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়