প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![কেএম তৌফিক শরীফ আলিমে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে](/assets/news_photos/2023/02/11/image-29488.jpeg)
ফরিদগঞ্জ ব্যুরো ॥
গত বুধবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় আলিমে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে কেএম তৌফিক শরীফ। সে দারুণ নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে এই ফলাফল অর্জন করে। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার মোঃ সালাহউদ্দিন ও ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা কুলসুমা বেগমের পুত্র কেএম তৌফিক শরীফ। সে তার উত্তরোত্তর সাফল্যের জন্যে সকলের দোয়া চেয়েছেন।