প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![পুরাণবাজার একুশ উদযাপন পরিষদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা](/assets/news_photos/2023/02/11/image-29487.jpg)
অমর একুশে উদযাপন উপলক্ষে চাঁদপুর শহরের পুরাণবাজার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ আয়োজিত কর্মসূচি অনুযায়ী চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় পুরাণবাজার শহিদ মিনার চত্বরে এবং ২নং বালক সপ্রাবিতে শিশুদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় পুরাণবাজার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের মহাসচিব ব্যাংকার মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজী, প্রতিযোগিতা উপ-পরিষদের আহ্বায়ক ধ্রুবরাজ বণিক, সদস্য সচিব লিটন সরকার, সদস্য কুট্টি দাসসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।