বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অলরাউন্ডার হতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। এই স্মার্ট বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীদের অলরাউন্ডার হতে হবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। তাই প্রতিটি শিক্ষার্থীদের শুধু লেখাপড়ায় মেধাবী হলেই চলবে না, ক্রীড়া সংস্কৃতিসহ প্রতিটি বিভাগে নিজেদের সেরা হতে হবে।

গত বৃহস্পতিবার বিকেলে কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বছরের একটি দিনে খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, ক্রীড়া শিক্ষক না থাকলে প্রয়োজনে ক্রীড়া শিক্ষক নিয়োগ করে সারাবছর ধরে লেখাপড়ার সাথে সাথে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া এবং ধর্মীয় আচার আচরণ অব্যাহত রাখতে হবে।

তিরি আরো বলেন, আজকে সাকিব, মাশরাফিরা দেশকে সারাবিশ্বের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আজ আমাদের মেয়েরা সাফ ফুটবল জয়ী। খুদে খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম নিয়ে আসছে। তাই লেখাপড়ার সাথে ক্রীড়াকেও এগিয়ে নিতে হবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেজওয়ানুর রহমান রিজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী, কালিরবাজার কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুন ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ছাড়াও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়