প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুর রহমান বাবলু আর নেই (ইন্না..... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার বাদ জুমা ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা আওয়ামী লীগ ও বাজার ব্যবসায়ীদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আব্দুর রহমান বাবলু দীর্ঘদিন বাজার ব্যবসায়ী কমিটির নেতৃত্ব দেয়া ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন। দুঃসময়ে আওয়ামী লীগের এই একনিষ্ঠ কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ড. মুহম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন ইরান এবং সাবেক পৌর মেয়র মাহফুজুল হক।