বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

প্রসঙ্গ যখন আবুলের দোকান
পর্যবেক্ষক ॥

দোকানের নামে স্থানের পরিচয়, মানুষের নামে বাড়ির পরিচয়, গাছতলার নামে বাজার/এলাকার পরিচয় আমাদের দেশের সর্বত্র দেখা যায়। আমাদের চাঁদপুরেও সেটা দেখা যায়। যেমন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে চাঁদখাঁর দোকান এবং চাঁদপুর শহরের বীর মুক্তিযোদ্ধা এম সফিউল্লাহ তথা সাবেক স্টেডিয়াম রোডের মাঝামাঝি আবুলের দোকানের অবস্থান। এ দুটি স্থান যাদের নামে তারা সমাজের খুব উচ্চ পর্যায়ের কেউ নন। তবে তাদের নামে স্থানের পরিচিতির কারণে তারা সাধারণ হয়েও অসাধারণ পরিচিতির আওতায়।

চাঁদপুর শহরে আবুলের দোকানটি বিখ্যাত নাজিরপাড়া ও মাদ্রাসা রোডের সংযোগস্থলে অবস্থিত। এ দোকানটির কথা যানবাহন চালককে কিংবা কোনো আগন্তুককে না বললে অনেকে তাদের বাসা বা অন্য কিছুর ইজি লোকেশন বুঝাতে পারে না।

ক্ষুদ্র মানুষ হয়েও যারা নিজের প্রচেষ্টায় কোনো স্থান নিজের নামেই পরিচয় করিয়ে দেবার সক্ষমতা দেখিয়েছেন, সমাজে তারা কোনোভাবেই মূল্যায়িত হয় না। এটি কতোটুকু ঠিক-বেঠিক সেটি নয়, তবে এদেরকে সমাজে ধারণ করার ন্যূনতম প্রয়াস কেউ না কেউ নেয়া দরকার। তাদের ছবি, নাম ও পরিচয় দিয়ে যদি কেউ একটি বিলবোর্ডও টানিয়ে দেয়, তাতে নন্দিত না হলেও নিন্দিত হবার আশঙ্কা নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়