প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![আজিজল মেম্বারের জানাজা ও দাফন সম্পন্ন](/assets/news_photos/2023/02/10/image-29451.jpg)
চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সফল সাবেক মেম্বার, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা, প্রিয়মুখ হাজী আজিজল বেপারী ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বাঁশগাড়ি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে---রাজিউন)। ওইদিন বাদ এশা চাঁদপুর শহরের ৭নং ওয়ার্ডে মাদ্রাসা রোডস্থ রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, রাজরাজেশ্বর ইউপির সাবেক চেয়ারম্যান হাজী রাজ্জাক চোকদার, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, জেলা যুবলীগের সদস্য ঢালী মোহাম্মদ শুক্কুর আলী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শাহজালাল বন্দুকসী, ৩নং ওয়ার্ডের মাসুদ পারভেজ রনি, বাচ্চু মাস্টার, ছমিদ আলী গাজীসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও মুসল্লিগণ। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা আবু সায়েদ। জানাজা শেষে কবরস্থান রোডের গোরস্তানে তাকে দাফন করা হয়।