বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

জনপ্রিয়তায় এগিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ হারুন হাওলাদার
স্টাফ রিপোর্টার ॥

আগামীকাল শনিবার ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন। নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা ভোটারদের কাছে কাছে যাচ্ছেন ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে পুরো চৌধুরীঘাট এলাকা ও পৌর পাঠাগারের সামনে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। আর নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ী ও ভোটারদের কাছে যাচ্ছেন সাধারণ সম্পাদক পদে প্রজাপতি প্রতীকের জনপ্রিয় প্রার্থী মোঃ হারুন হাওলাদার। চৌধুরীঘাটের একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে ঠিক এমনটি জানা যায়।

ব্যবসায়ী ও ভোটাররা মনে করেন, হারুন হাওলাদার একজন সদালাপী, দক্ষ সংগঠক ও ক্লিন ইমেজের প্রার্থী। ব্যবসায়ীদের স্বার্থে হারুন হাওলাদারের কোনো বিকল্প নেই বলেও তারা জানান।

খোঁজ নিয়ে জানা যায়, হারুন হাওলাদার গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তাদের সময় সমিতির নিজস্ব অফিস করা, সকল সদস্যকে নিয়ে বার্ষিক বনভোজনে যাওয়া, সমিতির ফান্ডকে শক্তিশালী করা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে এবং ব্যবসায়ীদের যে কোনো বিপদে তাদের পাশে সবসময় রয়েছেন। ফলে ব্যবসায়ীরা তাদের স্বার্থে এবং সংগঠনের স্বার্থে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে প্রজাপতি প্রতীককে রায় দিবেন বলে জানান।

সাধারণ সম্পাদক প্রার্থী হারুন হাওলাদার বলেন, আমার নির্বাচনী প্রতীক হচ্ছে প্রজাপতি। আমি সমিতির বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়াও গত নির্বাচনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ইনশাল্লাহ আমি আশাবাদী, এবারও ভোটাররা তাদের সেবা করার জন্যে প্রজাপতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়