প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![ইসলামী আন্দোলন জেলার সম্মেলন সম্পন্ন](/assets/news_photos/2023/02/10/image-29447.jpg)
মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর শহরের বিপণীবাগ দলীয় কার্যালয়ে প্রথম অধিবেশনে জেলা মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পার্টি হাউজে ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সকলের মতামতের ভিত্তিতে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, যেনতেনভাবে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে গণবিস্ফোরণ ঘটবে। গণরোষ থেকে বাঁচতে হলে একদলীয় সংসদ ভেঙ্গে জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মুকবুল হোসাইন ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ খলিলুর রহমান।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল আমিন, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আনোয়ার আল নোমান, জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে শেখ মুহাঃ জয়নাল আবদীন, সহ-সভাপতি পদে মাওলানা মাকসুদুর রহমান ও সেক্রেটারি পদে কেএম ইয়াসিন রাশেদ সানীর নাম ঘোষণা করা হয়।