প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![আওয়ামী লীগ নেতা এসি মিজানের রোগমুক্তি কামনায় দোয়া](/assets/news_photos/2023/02/10/image-29444.jpg)
বাংলাদেশ আওয়ামী লীগের মতলব উত্তর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাকে চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করেন। তার অসুস্থতা থেকে মুক্তির জন্য বুধবার তার নিজ এলাকা মতলব উত্তরসহ দেশে ও বিদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শরীরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর সুস্থতার জন্যে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। তাঁর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা দেখা যায়। ফেসবুকে প্রিয় নেতার জন্যে দোয়া কামনা করা হয়। তার রোগমুক্তি কামনা করে দলের বিভিন্ন ইউনিট, দলীয় নেতা-কর্মী ও তাঁর ভক্ত-অনুরাগীদের উদ্যোগে দেশ-বিদেশে মসজিদে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।