বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে সাংবাদিক কন্যার গোল্ডেন এ প্লাস ॥ বিসিএস ক্যাডার হতে আগ্রহী
কামরুজ্জামান টুটুল ॥

দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের কন্যা সাবিকুন্নাহার নাসিত চলিত বছর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে ভবিষ্যতে বিএসএস ক্যাডার হতে আগ্রহী। সে কচুয়ার ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়। এছাড়াও নাসিত হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়েছিল। নাসিত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। শিক্ষা কল্যাণ ট্রাস্ট সহ বিভিন্ন বৃত্তি পরীক্ষায়ও সাধারণ বৃত্তি পেয়েছে। ২০২০ সালে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে বর্ণিল কৈশোর অনুষ্ঠানে সেরা দশে অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

সাবিকুন্নাহার নাসিত হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মরহুম মাস্টার খলিলুর রহমানের নাতনি।

এক প্রতিক্রিয়ায় নাসিত বলেন, আমি উচ্চশিক্ষা গ্রহণ করে বিসিএস ক্যাডার হতে চাই। আজকের ফলাফলের জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার কলেজের শিক্ষক, আমার বাবা-মা এবং যারা আমাকে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন জানিয়েছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আমি উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়