প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![মতলব উত্তরে এইচএসসিতে পাসের হার ৯৫.৩১ ও আলিমে ৭৫](/assets/news_photos/2023/02/09/image-29405.jpg)
মতলব উত্তর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় বিগত পরীক্ষার ফলাফলকে পেছনে ফেলে এবার সেরা সাফল্য অর্জিত হয়েছে। এইচএসসিতে পাসের হারে রয়েছে চমক। আলিম পরীক্ষার ফলাফল আগের তুলনায় ভালো হয়নি।
এবার এইচএসসিতে পরীক্ষা দিয়েছে ১হাজার ২শ’ ৮১ জন, পাস করেছে ১ হাজার ২শ’ ২১ জন, পাসের হার ৯৫.৩১, জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। আলিম পরীক্ষা দিয়েছে ১৫৯ জন, পাস করেছে ১১৯ জন ও পাসের হার ৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ০৪ জন।
এইচএসসি পরীক্ষার ফলাফলে ছেংগারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মোট ৩৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩৫৮জন ও পাসের হার ১০০, জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। নাউরী কলেজ থেকে মোট ১৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৮৩ জন ও পাসের হার ৯৭.৩৪, জিপিএ-৫ পেয়েছে ১২ জন। সুজাতপুর কলেজ থেকে মোট ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৭৯ জন, পাসের হার ৯৭.৭৫ এবং জিপিএ-৫ পেয়েছে ০৬ জন। শরীফ উল্যাহ হাই স্কুল এন্ড কলেজ মোট ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩৩ জন ও পাসের হার ৯৭.০৮, জিপিএ-৫ পেয়েছে ২ জন। আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় থেকে মোট ১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৯৮জন ও পাসের হার ৯৭.৩৪, জিপিএ-৫ পেয়েছে ০৬ জন। মুন্সী আজিম উদ্দিন ডিগ্রি কলেজ থেকে মোট ১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৬৯ জন ও পাসের হার ৬৯। কালিপুর হাইস্কুল এন্ড কলেজ থেকে মোট ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৭৯ জন ও পাসের হার ৯১.৮৬, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ থেকে মোট ১৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৮৬ জন ও পাসের হার ৯২.৭৮, জিপিএ-৫ পেয়েছে ২২ জন। লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৭৩ জন ও পাসের হার ৯৬.০৫, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। জীবগাঁও জে.হক হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৭জন ও পাসের হার ১০০, জিপিএ-৫ পেয়েছে ২ জন। ধনাগোদা তালতলী হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩৫জন ও পাসের হার ৯৭.২২, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। দি কার্টার একাডেমি থেকে মোট ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২১ জন ও পাসের হার ১০০, জিপিএ-৫ পেয়েছে ১ জন।
আলিম পরীক্ষায় ফরাজীকান্দি আল ওয়েসিয়া কামিল মাদ্রাসা থেকে মোট ২১ জন অংশগ্রহণ করে পাস করেছে ১৬জন ও পাসের হার ৭৬। নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা থেকে মোট ৩০ জন অংশগ্রহণ করে পাস করেছে ২৩ জন ও পাসের হার ৭৬, জিপিএ-৫ পেয়েছে ০২ জন। হাশিমপুর আলীম মাদ্রাসা থেকে মোট ১৮ জন অংশগ্রহণ করে পাস করেছে ০৯ জন ও পাসের হার ৫০। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ৩০ জন অংশগ্রহণ করে পাস করেছে ২৮ জন ও পাসের হার ৯৩, জিপিএ-৫ পেয়েছে ১ জন। সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ৪১ জন অংশগ্রহণ করে পাস করেছে ৩১জন ও পাসের হার ৭৫, জিপিএ-৫ পেয়েছে ১ জন। লবাইরকান্দি আল-আমিন আলীম মাদ্রাসা থেকে মোট ১৯ জন অংশগ্রহণ করে পাস করেছে ১২ জন ও পাসের হার ৬৩।