প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ধারাবাহিক সাফল্যে](/assets/news_photos/2023/02/09/image-29404.jpg)
বুধবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রাপ্ত ফলাফলে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ৯৩% পরীক্ষার্থী সফলতা অর্জন করে। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন শিক্ষার্থী। সামগ্রিক ফলাফলে ডিগ্রি কলেজে সাধারণ শাখা এবং কারিগরি শাখা মিলিয়ে ৭শ’ ৮ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয় । তার মধ্যে ৬শ’ ৩৫ জন পাস করে। পাসের হার ৯৩%। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২শ’ ৬৬ জন অংশগ্রহণ করে ২৬২ জন পাস করেছে। পাসের হার ৯৮.৪৯%। এদের মধ্যে ৭৬ জন এ প্লাস পেয়েছে। ব্যবসায় শিক্ষা শাখায় ৭৮ জন অংশগ্রহণ করে ৭৬ জন পাস করে। পাসের হার ৯৭.৪৪% । এদের মধ্যে ৮ জন এ প্লাস লাভ করে। মানবিক শাখায় ২শ' ৬৬ জন অংশগ্রহণ করে ২শ’ ১৭ জন পাস করে। পাসের হার ৮১.৫৮% । এর মধ্যে ১১ জন এ প্লাস। কারিগরি শাখায় ৯৮ জন অংশগ্রহণ করে পাস করেছে ৮০ জন। পাসের হার ৮১.৬৩%। এদের মধ্যে ১৪ জন এ প্লাস।
কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহম্মদ বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ এবারেও এইচএসসি ও বিএমটি পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল অর্জন করে। ২০২২ সালে এইচএসসি ও বিএমটি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পাসের হার ৯৩% এবং ১০৯ জন এ প্লাস পেয়েছে। অভূতপূর্ব এই ফলাফলের জন্য গভর্নিংবডি, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অধ্যক্ষ ধন্যবাদ জানান। সাফল্যের এই ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৈরিতে শিক্ষকম-লীকে যত্নশীল হওয়ার আহ্বান জানান। প্রতি বছর এই কলেজ থেকে বিরাট সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ লাভ করে আসছে।