প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৭৬ জন](/assets/news_photos/2023/02/09/image-29402.jpg)
গতকাল বুধবার প্রকাশিত ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফরিদগঞ্জে মোট ৪৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এইচএসসিতে ৮টি কলেজের মোট ১৮৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮০৮ জন। পাসের হার ৯৬.৫৩ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৮৭জন। সর্বাধিক গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে ২৫৯জন জিপিএ-৫ পেয়েছে। আলিমে উপজেলার ২৭টি মাদ্রাসা থেকে ৬৮৬জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৬৭জন। পাসের হার ৯৭.২৩ ভাগ। মোট জিপিএ-৫ পেয়েছে ৭৭জন। সর্বাধিক মুন্সীরহাট ইদ্রিসিয়া হাবিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ১৩জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া এইচএসসি (বিএম)-এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের ৮৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৯জন। পাসের হার ৯৫.১৮ ভাগ। মূলপাড়া সামছুদ্দিন কারিগরি বাণিজ্য কলেজ থেকে মোট ১২জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে শতভাগ পাসের ক্ষেত্রে কলেজ পর্যায়ে ২টি ও মাদ্রাসা পর্যায়ে ১৭টি প্রতিষ্ঠান রয়েছে।
শতভাগ পাসে কলেজ পর্যায়ের দুটি প্রতিষ্ঠান হলো : লাউতলী ডাঃ রশীদ আহমেদ স্কুল এন্ড কলেজ ও শোল্লা স্কুল এন্ড কলেজ। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের পাসের হার ৯৯.৬৪। মাদ্রাসার ক্ষেত্রে ১৭টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের রেকর্ড রয়েছে। এগুলো হলো : গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা, মানুরী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বদরপুর আলিম মাদ্রাসা, আলোনিয়া ফাজিল মাদ্রাসা, হর্ণিদূগার্পূর ইসলামিয়া আলিম মাদ্রাসা, পুরান রামপুর আঃ রব আলিম মাদ্রাসা, লক্ষ্মীপুর কাশিমিয়া আলিম মাদ্রাসা, মাছিমপুর আলিম মাদ্রাসা, কড়ৈতলী কে এ আলিম মাদ্রাসা, কাওনিয়া হানিফিয়া ফাজিল মাদ্রাসা, কামতা ডি এস ফাজিল মাদ্রাসা, ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদ্রাসা, আলিনূর হোসাইনিয়া মাদ্রাসা, মুন্সীর হাট ইদ্রিসিয়া হাবিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, গোবিন্দপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা, ঘনিয়া ছাইদিয়া ফাজিল মাদ্রাসা এবং ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা।