বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ফলাফলে সাফল্যের ধারা অক্ষুণ্ন রেখেছে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ
আলআমিন হোসাইন ॥

প্রতি বছরের মতো ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অক্ষুণ্ন রেখেছে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ। কলেজটি থেকে এ বছর মোট ৩৫০ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৪৪ জন। পাসের হার ৯৮.২৯। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৭ জন শিক্ষার্থী।

আলআমিন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে প্রাপ্ত ফলাফল বিবরণী সূত্রে জানা যায়, এ বছর ছাত্র শাখা থেকে ১৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৭৯ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১১২ জন জিপিএ-৫, ৬৪ জন এ গ্রেড, ৩ জন এ মাইনাস ও ৩ জন অকৃতকার্য হয়। পাসের হার ৯৮.৩৫। ছাত্রী শাখা থেকে ১৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩২ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন, এ গ্রেড ৬৩ জন, এ মাইনাস ৬, বি গ্রেড ১ ও ৩ জন অকৃতকার্য হয়। পাসের হার ৯৭.৭৮। বিএমটি শাখা থেকে ৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ ফলাফল অর্জন করেছে। এর মধ্যে ৪ জন জিপিএ-৫, ২৮ জন এ গ্রেড ও ১ জন এ মাইনাস পেয়েছে।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, কলেজের বিজ্ঞান বিভাগের সাফল্য ঈর্ষণীয়। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১২৬। ১৪৩ জন পরীক্ষা দিয়ে শতভাগ ফলাফল অর্জন করেছে। মানবিক বিভাগ থেকে ১২৭ জন পরীক্ষা দিয়ে ৩৮ জন জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার ৯৬.৮৫। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৭ জন পরীক্ষা দিয়ে ৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার ৯৫.৭৪। বিএমটি বিভাগ থেকে ৩৩ জন পরীক্ষা দিয়ে শতভাগ ফলাফল অর্জন করেছে। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, সাফল্যের ধারা অব্যাহত রাখার সাথে এ বছর সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এজন্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি অশেষ শোকরিয়া আদায় করেন। একই সাথে কলেজ গভর্নিংবডির সভাপতি ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদ (জেআর ওয়াদুদ টিপু)সহ অন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, গভর্নিংবডির সার্বিক দিকনির্দেশনায় আমাদের আজকের এই ফলাফল। তিনি অভিভাবকদেরকে অভিনন্দন ও ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।

তিনি বলেন, আশানুরূপ ভালো ফলাফল করার ক্ষেত্রে শিক্ষার্থীর আসল নিয়ামক হলো সারা বছর শ্রেণিশিক্ষার ব্যাপারে খুবই সচেতনতা ও অধিক পরিশ্রমী হওয়া। পাঠদানে কলেজ শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও অভিভাবকদের ভূমিকায় প্রশংসা করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়