বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্বপ্নছায়া সামাজিক সংগঠনের ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
শামীম হাসান ॥

ফরিদগঞ্জের কালিরবাজারে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে কালিরবাজার জৈনপুরী হুজুরদের দুই দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন হয়েছে।

গত ৫ ও ৬ ফ্রেব্রুয়ারি (রবি ও সোমবার) বিকেল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত কালিরবাজার ঈদগাহ ময়দানে জৈনপুরী হুজুরদের দুই দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল ময়দানে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসানের সার্বিক পরিচালনায় এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ফরহাদ হোসেন ও ডাঃ মোঃ হায়াত মাহমুদের চিকিৎসা প্রদানের মাধ্যমে বিনামূল্যে মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয় এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটির স্বেচ্ছাসেবীরা।

সাংগঠনিক সূত্রে জানা যায়, দূর-দূরান্ত থেকে ছুটে আসা মুসল্লিরা অসুস্থ হলে তাদের সেবা দিতে সংগঠনটির পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ সানজিদ পাটোয়ারী, সদস্য মোঃ আবু ইউসুফ, মোঃ সাকিল হোসেন, মোঃ মাইনুদ্দিন পাটোয়ারী, মোঃ মমিনুল ইসলাম ফয়সাল, মোঃ রাসেল আহমেদ, মোঃ ফারুক হোসেন পারভেজ, মোঃ বিপুল মৃধাসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়