প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![সুভাষ চন্দ্র রায়ের পত্নী কল্পনা রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ](/assets/news_photos/2023/02/06/image-29295.jpg)
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সহধর্মিণী কল্পনা রায়ের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তিথি অনুযায়ী প্রয়াতের স্বামী সুভাষ চন্দ্র রায় তার চাঁদপুর শহরস্থ বাসভবনে ৬ ফেব্রুয়ারি সোমবার স্বর্গীয় কল্পনা রায়ের আত্মার সদ্গতি কামনায় মাঙ্গলিক ক্রিয়াদি সম্পন্ন করবেন এবং তার আত্মার শান্তি কামনায় মধ্যাহ্নে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে পুরোহিত ও ব্রাহ্মণদের প্রসাদ গ্রহণে আপ্যায়িত করবেন বলে জানান। কল্পনা রায়ের আত্মার শান্তি কামনায় তার পরিবারবর্গ সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন। উল্লেখ্য, ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি করোনাকালীন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কল্পনা রায় মৃত্যুবরণ করেন।