প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![চাঁদপুরের মৎস্য বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা](/assets/news_photos/2023/02/05/image-29265.jpg)
চাঁদপুরের ঐতিহ্যবাহী মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সফিউল্লাহ হাওলাদার। সমিতির সভাপতি রোটারিয়ান আব্দুল বারী জমাদার মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রোটারিয়ান হাজী শবে বরাত। বিগত বছরের কার্যবিবরণী পাঠ করেন সমিতির অফিস সচিব মোঃ ইউনুস কেরানি।
পরে কার্যবিবরণীর উপর উন্মুক্ত প্রস্তাবনা ও পরামর্শ জানিয়ে সমিতি নেতৃবৃন্দ ও সদস্যগণ বক্তব্য রাখেন। এছাড়াও সমিতির সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ এবং সমিতিকে এগিয়ে নেয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্য চাঁদপুরের ঐতিহ্যবাহী মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড-এর কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে অতীতের ন্যায় আগামীতেও সকলের সহযোগিতা কামনা করেন।