প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জের গাব্দেরগাঁওয়ে তোফায়েল ভূঁইয়ার খুঁটির জোর কোথায়?](/assets/news_photos/2023/02/05/image-29260.jpg)
ফরিদগঞ্জ উপজেলা গাব্দেরগাঁও কবিরাজ বাড়ির নিরীহ নুরুননবীর সম্পত্তি জোরপূর্বক দখল করেছেন তোফায়েল আহমেদ ভূঁইয়া। তার বিরুদ্ধে আরো সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। তার অত্যাচারে গাব্দেরগাঁওয়ের মানুষ অতিষ্ঠ। তোফায়েল কিভাবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখল করে, তার খুঁটির জোর কোথায়-সেটি নিয়ে গুঞ্জন উঠেছে। ভুক্তভোগী নুরুননবী (সাং- গাব্দেরগাঁও, থানা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর) বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন (যার নং- ৬৩/২২) তারিখ ১৭/১/২৩ খ্রিঃ, ধারা ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারা)। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত ভূমির ওপর ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। তারপরও তোফায়েল ভূঁইয়া গং জোরপূর্বক রাতের আঁধারে ভাড়াকরা সন্ত্রাসী দিয়ে নুরুননবী গং-এর সম্পত্তি দখলের চেষ্টা করে এবং জমিতে ধান চাষ করে। সম্পত্তি দখলে বাধা প্রদান করলে তোফায়েল ভূঁইয়া, শাহ আলম, আহসান ও হাসানসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি-ধমকি দেয়। এ বিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন একাধিকবার বিচার সালিস করার পরও তারা কোনো কথারই তোয়াক্কা করে না। মামলা চলমান থাকার পরে তোফায়েল গং সম্পত্তি দখল করে।
ভূমির তাফসিল হচ্ছে : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার হাল নং-১৪৩, গাব্দেরগাঁও ও মৌজা বিএস নং ৫৭৮, খতিয়ানভুক্ত বিএস ৩৭১০ দাগে নাল মোঃ ১০ শতক, বিএস ৩৭০২ দাগে নাল মোঃ ০৬ শতক ভূমি এবং ৩৭০৩ দাগে নাল ০৮.৫০ শতক। মোট নালিশি সম্পত্তির পরিমাণ ২৪.৫০ একর। এর আগেও আম্বিয়া বেগম বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর আদালতে দরখাস্ত মামলা করেন। যার নং ১৫২২/২০২২ খ্রিঃ ধারা ১৪৫ ফৌঃ কাজ বিঃ এবং স্মারক নং ৪১৫৯, তারিখ ১৮/১২/২২ খ্রিঃ। বর্তমান এই পরিবারটি ভূমিদস্যুদের কারণে মানবেতর জীবন-যাপন করছে। এ ব্যাপারে অসহায় পরিবারটি জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।