বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে চাঁদপুর ইসকন মন্দিরে ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥

নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ-ইসকন চাঁদপুর জেলার পুরাণবাজারস্থ শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের উদ্যোগে ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গণে ভোর ৬টায় মঙ্গল আরতি ও গুরু পূজা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৮টায় ব্যাপক ভক্ত নর-নারীর উপস্থিতিতে নগর সংকীর্তন বের করা হয়। নগর সংকীর্তনটি পুরাণবাজারের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। নগর সংকীর্তন শেষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কীর্তন মেলা, ভজন কীর্তন, নিত্যানন্দ প্রভুর মহাভিষেক, প্রবচন, ভোগআরতি ও দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ ও ইসকন জেলা সভাপতি জগদানন্দ পণ্ডিত দাস, গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ দাস, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিমল চৌধুরী, মন্দির পরিচালনা পর্ষদের শূরপতি দাস, নিতাই দয়াল করুণা দাস, অনাদি নিতাই দাস, অনন্ত গুন নিমাই দাস, কাঞ্চন গোবিন্দ দাস, বনমালী কানাই দাসসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।

এদিন দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুর জেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীগণ শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে উপবাস ব্রত পালন সহ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়