প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার জগতপুরে ভাই ভাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে খেলায় চক্রা রসুলপুর বন্ধু একাদশকে ১-০ গোলে হারিয়ে জগতপুর পূর্বপাড়া ভাই ভাই একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলা আয়োজক কমিটির সভাপতি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুবাসের সভাপতিত্বে ও আতিকুল হক বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ নাজির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি নুরুন্নবী চৌধুরী রবিন, সৌদি প্রবাসী মোঃ সোহেল, বিশিষ্ট সমাজসেবক ইসহাক মুন্সী, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক শামীম, আবু ইউসুফ, খেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক হোসেন ইমাম মুন্সী প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।