প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![ফয়সাল হায়দার চৌধুরীর কুলখানি](/assets/news_photos/2023/02/04/image-29206.jpg)
চাঁদপুর শহরের পুরাণবাজার চৌধুরী বাড়ির কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক ফয়সাল হায়দার চৌধুরীর কুলখানি ৩ ফেব্রুয়ারি শুক্রবার জুমাবাদ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের আয়োজনে এ কুলখানিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় চৌধুরী বাড়ি জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওঃ আবু নাসের।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বিশিষ্ট ব্যবসায়ী নকিবুল ইসলাম চৌধুরী, মরহুম মোস্তাক হায়দার চৌধুরীর ছেলে বিমান বাহিনীর কর্মকর্তা চৌধুরী ওমর হায়দার রাজনসহ মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষী উপস্থিত ছিলেন।