প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![চাঁদপুর শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল](/assets/news_photos/2023/02/04/image-29203.jpg)
নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ এবং পাঠপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার অভিযোগে এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। শুক্রবার বিকেলে বাইতুল আমিনের সামনে শপথ চত্বরে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন। তিনি বলেন, কানাডা ও সুইডেনে কোরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশ সরকার দূতাবাসের মাধ্যমে নিন্দা প্রস্তাব করতে হবে। বিশ্বের যে কোনো স্থানে ইসলাম ও কোরআনকে নিয়ে কটুক্তি ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেবে না।
তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষাক্রমে কোমলমতি শিশুদের হাতে যে পাঠ্যবই তুলে দেয়া হয়েছে, তা ইসলাম, দেশ ও কোরআন বিরোধী। পাঠক্রমে ডারউইনের মতবাদসহ ইসলামের ইতিহাস বিকৃত করা হয়েছে। এতে করে আমরা মনে করি সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আগামী প্রজন্মকে ইসলাম বিরোধী হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, অবিলম্বে বিতর্কিত পাঠক্রম বাতিল করে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে হবে। আপনি যেহেতু চাঁদপুরের সন্তান, তাই বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করে ইতিহাস সৃষ্টি করুন। অন্যথায় ইসলাম ও মুসলমানদের আন্দোলনের দাবানলে আপনিসহ সরকার ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী কেএম ইয়াছিন রাশেদ সানির পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি গাজী মোঃ হানিফ, মাওলানা মাকসুদুর রহমান, সাবেক সভাপতি মাওঃ নূরুল আমিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসাইন, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওঃ নূর উদ্দিন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বেলাল হোসাইন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা শিক্ষক ফোরামের সভাপতি আনোয়ার আল নোমান, জেলা যুব আন্দোলন সভাপতি মাওঃ হেলাল আহম্মদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।