প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![১০ দফা দাবিতে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ আজ](/assets/news_photos/2023/02/04/image-29201.jpg)
১০ দফা দাবিতে সারাদেশের সব বিভাগের ন্যায় আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। সমাবেশে ব্যাপক লোকসমাগমের জন্যে চলছে অনেক প্রচার-প্রচারণা ও গণসংযোগ। এ সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর থেকেও দলে দলে যোগদান করবেন জেলা ও উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী। ইতোমধ্যে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা করা হয়।
আজ শনিবার সকাল থেকে চাঁদপুর জেলা বিএনপি এবং বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীবৃন্দ পৃথক পৃথকভাবে কুমিল্লার সমাবেশের উদ্দেশ্যে রওনা হবেন।
বিএনপির চাঁদপুর জেলার নেতৃত্ব দিবেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিবেন বিএনপির এমপি প্রার্থীগণ। দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।
কুমিল্লা বিভাগীয় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, নেতা-কর্মীদের মুক্তি দাবি এবং বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিভাগীয় সদরে সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।