প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে উক্ত নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজের বাংলা বিষয়ের প্রভাষক সাবিনা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির ভূঁইয়া।
পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে রজনীগন্ধা ফুলের স্টিক হাতে তুলে দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ, প্রতিষ্ঠাতা সদস্য ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেলিম খান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয় উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ, পরিচালনা পরিষদের সদস্য ডাঃ জীবন মজুমদার, মোশারফ হোসেন বাদল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সহকারী অধ্যাপক মনোয়ারা খানম, মোঃ নূরুল হক, মোস্তাফিজুর রহমান, শাহ জামাল, মোয়াজ্জেম হোসেন, কৃষ্ণ চন্দ্র দাস, শারমিন সুলতানা, ওয়ালিউর রহমান মোল্লা, মোঃ আব্দুল কাদের, খোদেজা আক্তার, মিজানুর রহমান, প্রভাষক মাজহারুল ইসলাম, ইমাম হোসেন, পবিত্র চন্দ্র সাহা, আবু ইউসুফ, আলী আহমেদ প্রমুখ।
সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।