প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![কচুয়ায় ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিদায় সংবর্ধনা](/assets/news_photos/2023/02/04/image-29197.jpg)
কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশীলদার) মোঃ ইমাম হোসেন পাটওয়ারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রহিমানগর (গোহট দক্ষিণ) ইউনিয়ন ভূমি অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে গোহট উত্তর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন গোহট দক্ষিণ ইউনিয়নে নব-যোগদানকারী ভূমি কর্মকর্তা কার্তিক চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সহিদ উল্যাহ, ইউপি সদস্য জহির মোল্লা, সহিদুল ইসলাম খাজা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, সাংবাদিক ফরহাদ চৌধুরী, ছাত্রলীগ নেতা ফয়সাল সিকদার, সবুজ হোসাইন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ইমাম হোসেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে তার এ আকস্মিক বদলি হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন। বক্তব্য শেষে ইমাম হোসেনকে বিদায় সংবর্ধনা ও উপহার প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।