বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

পুরাণবাজার গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে ১৬৩তম বাৎসরিক উৎসব
স্টাফ রিপোর্টার ॥

বিশ্বশান্তিকল্পে দেশ ও জাতির মঙ্গল কামনায় নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে পুরাণবাজার শ্রীশ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে শুরু হয়েছে ১৬৩তম বাৎসরিক উৎসব। এই উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গত ১ ও ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। শ্রীমদ্ভাগবত পাঠ করেন পাঠক শ্রীযুক্ত অনিক গোস্বামী (মতলব)। আজ ৩ ফেব্রুয়ারি শুক্রবার শ্রীশ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে সকাল ১০টায় মন্দির প্রাঙ্গণে নিত্যানন্দ প্রভুর জন্মলীলা পাঠ, পারায়ণ, অভিষেক ও পূজা অন্তে চরণামৃত ও প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি, রাত সাড়ে ৮টায় শ্রীশ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর ভক্তবৃন্দ সহযোগে গঙ্গা আবাহন, মঙ্গলঘট স্থাপন এবং ৪০ প্রহরব্যাপী (৫ দিন) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞের শুভ অধিবাস। পরদিন ৪ ফেব্রুয়ারি শনিবার ব্রাহ্মমুহূর্ত হতে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অহোরাত্র তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। পরদিন ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্য উদয়ে নামযজ্ঞ সমাপনান্তে কুঞ্জভঙ্গ, কীর্তন সহযোগে নগর পরিভ্রমণ, দধিভা- ভঙ্গ, জলকেলী ও শান্তিবারি গ্রহণ। মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগারাধনা ও ভোগআরতি অন্তে মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে তারকব্রহ্ম হরিনাম কীর্তন পরিবেশন করবে শ্রী রাম সংঘ চাঁদপুর, নন্দ কিশোর সম্প্রদায় সাতক্ষীরা, নব শিব মন্দির সস্প্রদায় রাজবাড়ি, রামসুন্দর সম্প্রদায় পটুয়াখালী, ব্রজ বৃন্দাবন সম্প্রদায় বরিশাল, গকুলানন্দ সম্প্রদায় পিরোজপুর।

ধর্মীয় অনুষ্ঠান সমূহে অসাম্প্রদায়িক চিন্তা, চেতনায় বিশ্বাসী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন শ্রী শ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভু মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক শিমুল কুমার সাহা।

উৎসব চলাকালীন সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়