বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বালিয়া রাধা গোবিন্দ মন্দিরের বার্ষিক হরিনাম কীর্তন ও মহোৎসব সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চাঁদপুর সদর উপজেলার মধ্য বালিয়া নাহা বাড়ির শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের ৩৮তম বার্ষিক ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব। বার্ষিক উৎসব উদযাপনে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। পরে অধিবাস ও গঙ্গা আবাহনের মধ্য দিয়ে ২৮ জানুয়ারি ভোর থেকে ৩০ জানুয়ারি ভোর পর্যন্ত শুরু হয় ২৪ প্রহরব্যাপী অহোরাত্র হরিনাম কীর্তন। পরদিন ৩১ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয় মহোৎসব। বিতরণ করা হয় মহাপ্রসাদ। কমিটির অন্যতম উপদেষ্টা তিমির নাহা জানান, প্রতিবছরই ধর্মীয় পরিবেশে ব্যাপক আয়োজনে আমাদের বার্ষিক উৎসব সম্পন্ন হয়। উৎসবে আমরা বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করি। যাতে ফসলের মাঠ সবুজ ফসলে ভরে উঠে এবং বিরাজমান ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকে। উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ উৎসবস্থলে আসেন। আগত ভক্তদের জন্যে মন্দির কর্তৃপক্ষ কীর্তন চলাকালীন সময় প্রসাদের ব্যবস্থা করেন। অনুষ্ঠান চলাকালীন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আমাদের সহযোগিতা করে থাকেন। উৎসবকে কেন্দ্র করে আমরা মিলন মেলায় একত্রিত হই।

তিনি মন্দিরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, করোনার কারণে গত দু’বছর আমরা ব্যাপক আয়োজনে উৎসব করতে না পারলেও নিয়মটুকু পালন করেছি। এ বছর ব্যাপক আয়োজনে বার্ষিক উৎসব সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। উৎসবে ভোলা, খুলনা, গোপালগঞ্জ, বরিশাল, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল হরিনাম কীর্তন পরিবেশন করে। কীর্তন ও মহোৎসবে প্রচুর ভক্ত সমাবেশ পরিলক্ষিত হয়। শান্তিপূর্ণ পরিবেশ ও ব্যাপক ভক্ত সমন্বয়ে উৎসব সম্পন্ন হওয়ায় মন্দির ও উৎসব কমিটির সভাপতি দুলাল চন্দ্র নাহা, সাধারণ সম্পাদক রনজিৎ চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ রাখাল চন্দ্র নাহা, সহ-কোষাধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস ও সাংস্কৃতিক সম্পাদক সুভাষ চন্দ্র দাস সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়