প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ পাটওয়ারীর পুত্র আমেরিকা প্রবাসী কামাল আহমেদ মুক্তা পাটওয়ারী।
বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন রিপন পাটওয়ারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, ম্যানেজিং কমিটির দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ ওয়ালি উল্যাহ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া পাটওয়ারী ও দাতা সদস্য আয়শা আক্তার রিনা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ শেখ, অভিভাবক সদস্য মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারী, মোঃ সেলিম পাটওয়ারী, মোঃ খোকন খান, মোঃ সালাহউদ্দিন বাবু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় পাটওয়ারী, মেহেদী হাসান। এছাড়া শিক্ষক, অভিভাবক এবং প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের স্কুলের পক্ষ থেকে ব্যাজ পরানো হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। দিনভর শিক্ষার্থীরা নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রীড়ানুষ্ঠানে আগত অতিথি, অভিভাবক-শিক্ষকম-লীও বার্ষিক ক্রীড়ায় অংশ নেন। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাঠে খেলা পরিচালনা করেন শিক্ষক খলিলুর রহমান, জাহানারা বেগম, জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।