প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![প্রকাশিত সংবাদ প্রসঙ্গে](/assets/news_photos/2023/02/01/image-29084.jpg)
দৈনিক উন্নয়নে বাংলাদেশ নামে একটি পত্রিকার গত ২৯ জানুয়ারির অনলাইন সংস্করণে ‘গ্রামীণ উন্নয়নে রাজাকারদের বাধা’ শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের একটি সড়কের নির্মাণ কাজ নিয়ে স্থানীয় লোকজনের বাধার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদে মিথ্যা ভিত্তিহীন কিছু তথ্য দিয়ে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রের নাগরিক হিসেবেও হেয় প্রতিপন্ন করা হয়েছে।
আমি আজিজুর রহমান ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দায়িত্ব পালন ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলের রাজনীতি করি। আমার পিতাসহ পরিবারের কেউ স্বাধীনতা বিরোধী বা রাজাকার ছিলেন না। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে আমাকে রাজাকারের সন্তান হিসেবে সংবাদে উল্লেখ করা হয়েছে, যা জঘন্য মিথ্যাচার এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমাকে ব্যথিত করেছে। একইভাবে আমার এলাকার ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ এবং যুবদলের কর্মী সবুজকে জড়িয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী ইয়াছিন বেপারীকে হত্যার হুমকি দিয়েছি বলে পত্রিকায় লেখা হয়েছে, যা সত্য বিবর্জিত। এছাড়া লোকমুখে শোনা বানোয়াট কথাকেও পত্রিকার অক্ষরে ছেপে সম্মানহানি করা হয়েছে।
সড়ক নিয়ে স্থানীয় লোকজন মানববন্ধন করেছে। কিন্তু এসব কাজে আমরা কেউই জড়িত ছিলাম না। আমরা উন্নয়নে বিশ্বাসী। স্থানীয় এমপি মহোদয়ের সহযোগিতায় আমাদের সড়ক পাকাকরণ হচ্ছে-এটি এলাকাবাসী হিসেবে আনন্দের। কিন্তু এভাবে একটি ঘটনাকে পুঁজি করে পত্রিকার মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের সম্মান এবং মর্যাদাহানি করা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে রাজাকার সন্তান হিসেবে আমাকে চিহ্নিত করার কারণে এবং বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী ইয়াছিন বেপারীকে হুমকির মিথ্যা ঘটনা বিষয়ে ভুল শিকারসহ ক্ষমা চাওয়ার অনুরোধ করছি।
বিনীত,
আজিজুর রহমান
সাবেক ইউপি চেয়ারম্যান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুর।
জিডি-১৪৩২/২৩