প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০
![৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার](/assets/news_photos/2023/01/31/image-29045.jpg)
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুর। সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, তার সার্বিক তত্ত্বাবধানে ৩০ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের নেতৃত্বে তাদের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ সুমন আলী ওরফে সেম্পু (২১) (পিতা-মোঃ আব্দুল কাদের, মাতা-মনোয়ারা বেগম, স্থায়ী সাং-মধুপুর ধুমের হাট, আব্দুল কাদেরের বাড়ি, ৯নং ওয়ার্ড, ১নং রুহিয়া ইউনিয়ন, থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও)কে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
জানা যায়, গ্রেফতার হওয়া যুবক কুমিল্লা থেকে গাঁজাগুলো ব্যাগে বহন করে পাচারের উদ্দেশ্যে চাঁদপুর হয়ে গন্তব্যে যাচ্ছিল।