প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০
![ছাত্রফ্রন্টের সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ](/assets/news_photos/2023/01/30/image-29004.jpg)
২৯ জানুয়ারি রোববার সকাল ১১টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, চাঁদপুর জেলা শাখার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের জেলা আহ্বায়ক রহিমা আক্তার কলি।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তার সভাপতিত্বে চলমান সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা রাফিকুজ্জামান ফরিদ। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বক্তৃতার শুরুতেই কলেজ ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ১০-১২ জন অতর্কিত হামলা চালায়। সমাবেশের ব্যানার ও মাইক কেড়ে নিয়ে যায় তারা। খালি গলায় সমাবেশ করতে গেলেও সেখানেও বাধা দেয়া হয় এবং সমবেত মানুষকে তাড়িয়ে দেয় এবং রবীন্দ্রনাথ, নজরুল, শরৎসহ মনীষীদের ছবি ভাংচুর করে। এ সময় তারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ ও জেলা আহ্বায়ক রহিমা আক্তার কলিসহ নেতা-কর্মীদের লাঞ্ছিত করে। চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন রাজু চত্বরে সকাল ১১টায় এই সমাবেশ চলছিল।
এ হামলার ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চাঁদপুর জেলা শাখার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। সমাবেশে হামলা এবং নেতৃবৃন্দের লাঞ্ছনার প্রতিবাদে বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রতিবাদী সমাবেশ থেকে ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করেন নেতৃবৃন্দ।
হামলার ঘটনার আগে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সকালে তারা চাঁদপুর শহরে একটি র্যালি বের করে।