প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০
![রহিমানগর আলী মডেল টাউনে শেষ মুহূর্তে জমে উঠেছে পৌষ মেলা](/assets/news_photos/2023/01/30/image-28997.jpg)
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজার এলাকার আলী মডেল টাউনে ১০ দিনব্যাপী ঝিলমিল সাংস্কৃতিক সংঘের আয়োজনে মেলার সপ্তম দিনে ২৯ জানুয়ারি রোববার শেষ মুহূর্তে জমে উঠেছে পৌষ মেলা। প্রতিদিন দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুইজ, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের সুস্থধারার মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীদের আনন্দময় অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় রয়েছে নাগর দোলা, নৌকার বিনোদন, ভূতের বাড়ি, মোটর খেলা ও চায়না স্পোটর্স এন্ড অটো পার্টস স্টলসহ বিভিন্ন স্টল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন এ বিনোদনমূলক মেলার প্রশংসা করেন এবং দর্শনার্থীরা মেলার আনন্দ উপভোগের কথা প্রকাশ করেন। মেলার সপ্তম দিনে শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতা কাজী মেহেদী হাসান ও শাহপরান হোসেন রনির আয়োজনে অনুষ্ঠিত হয় কুইজ, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা। এছাড়াও মেলার অষ্টম দিনে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকার সাড়া জাগানো মাটি মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত হবে কনসার্ট। মেলার শেষ পর্যন্ত শান্তি-শৃঙ্খলা মতো সকলের সহযোগিতা চেয়ে মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঝিলমিল সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক ফরহাদ চৌধুরী।