প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে পূজামণ্ডপে এমপির প্রতিশ্রুত অর্থ বিতরণ](/assets/news_photos/2023/01/29/image-28960.jpg)
ফরিদগঞ্জে বিগত শারদীয় দূর্গাপূজায় মুহম্মদ শফিকুর রহমান এমপি কর্তৃক প্রতিশ্রুত বরাদ্দের অর্থ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরস্থ এমপি মহোদয়ের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার। আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মুজমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, এমপি মহোদয়ের পৌরসভা প্রতিনিধি জাহাঙ্গীর পলোয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী এমপি প্রতিনিধি নজরুল ইসলাম সুমন, আঃ সাত্তার পাটওয়ারী, পুতুল সরকার, পারভেজ খান, সুমন খান, সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী প্রমুখ।