বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥

দ্রব্যমূল্যের ঊর্র্ধ্বগতি রোধ, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ভোটাধিকার ও কর্মসংস্থানের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় শহরের শপথ চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখা মোড় এসে সমাপ্ত হয়।

চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন। আরো বক্তব্য রাখেন মতলব উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা হারুনুর রশিদ ও চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড নেতা শাহিন প্রধানীয়া। সভা পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা প্রণব ঘোষ।

সভায় কমরেড জাকির হোসেন মিয়াজী বলেন, দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনসাধারণ আজ দিশেহারা, নিষ্পেষিত। আর এদিকে নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। আবার একদিকে বিরামহীন মূল্যবৃদ্ধি অপরদিকে বাক্ স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে যা নেহাতই গণতন্ত্রহীনতা। মানুষের দুর্ভোগ এতে করে আকাশচুম্বী। মানুষ এখন সর্বশান্ত হয়ে পর্যুদস্ত।

তিনি মানুষের সুন্দর জীবন-যাপনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়