প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
![পূর্ব শাহ্তলীতে ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন](/assets/news_photos/2023/01/28/image-28912.jpg)
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদ ও হিফজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ জানুয়ারি (শুক্রবার) মসজিদ সংলগ্ন মাঠে পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, ইসলামী গবেষক, বাংলাদেশ টেলিভিশন এবং বেতার-এর লেখক ও ভাষ্যকার হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদরাসাতুল আস’আদ আল ইসলামীয়া ঢাকা-এর প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতী সাঈদ আহমাদ (কলরব)।
মেহেরুল্লাহ পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন ওয়্যারলেস বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, মাদরাসাতুল আস’আদ আল ইসলামীয়া ঢাকার পরিচালক হযরত মাওলানা মাসুম বিল্লাহ, হাজীগঞ্জ মালীগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ মামুন হোসাইন চাঁদপুরী।
মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
মাহফিলের শুরুতে বিশেষ অতিথি সোহেল রুশদী এবং মাহফিলের সভাপতি শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ অন্য অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ সাইফুল কবির চৌধুরী ও মাহফিল কমিটির ব্যবস্থাপক মোঃ জহির হোসেন চৌধুরীসহ অন্যরা। মাহফিলে অংশগ্রহণ করেন সহ¯্রাধিক মুসুল্লি।