প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০
![চাঁদপুর কণ্ঠ প্রতিনিধির মেধাবী কন্যার স্বপ্ন পূরণ](/assets/news_photos/2023/01/27/image-28878.jpg)
দেশের অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা জনকণ্ঠ ও চাঁদপুর থেকে সর্বপ্রথম প্রকাশিত দৈনিক চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমকে মানিক পাঠানের জ্যেষ্ঠ কন্যা মারজানা আজমিন নিপার শিক্ষক হওয়ার স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে।
ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে মঙ্গলবার ২৪ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান শেষে আনন্দঘন পরিবেশে নবাগত শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময় বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষিকা রোকেয়া বেগমের সভাপতিত্বে আয়োজিত এক পরিচিতি পর্বে শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যালয়ের সহ-সভাপতি নুরে আলম, সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান, মাওলানা ইব্রাহিম, সাদিয়া রহমান, সুরভী, সাংবাদিক গাজী মমিনসহ অন্যরা।
পরিচয়পর্বে আবেগময় বক্তব্যে মারজানা আজমিন নিপা বলেন, ছোটকাল থেকেই মহান শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন পোষণ করেছি। মহান আল্লাহ আমার এই স্বপ্ন পূরণ করেছে। এছাড়াও বলেন, আমার স্বপ্ন পূরণের পেছনে যারা উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে আসছিলেন, তারা হচ্ছেন আমার বাবা, মা, বড়ভাই। সবশেষে আমার স্বামীর অনুপ্রেরণা ও উৎসাহ পেয়ে আমি শিক্ষক হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমার শিক্ষকতা পেশাটি সফল হওয়ার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।