প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০
![বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পালন](/assets/news_photos/2023/01/27/image-28875.jpg)
বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে সরস্বতী পূজা পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে পূজার কর্মকাণ্ড সম্পাদিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কিশোর কুমার পাল ও সবুজ চন্দ্র দাসের পরিচালনায় উক্ত পূজা অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সহকারী অধ্যাপক মামুনুল হক, প্রভাষক প্রণব কুমার দে, সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, প্রাক্তন শিক্ষক শহিদ উল্লাহ খান, হাফেজ খান, মৈশাদী হামানকর্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ রায়সহ বিদ্যালয়ের অন্য শিক্ষক। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।