বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

‘ক্রীড়া শক্তি ক্রীড়া বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে আয়োজিত হলো বঙ্গবন্ধু এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩। মাসজুড়ে এ আয়োজনের সফল সমাপ্তি ঘটে এক জমজমাট ফাইনাল ম্যাচের মাধ্যমে। গত ২১ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

গৌরিপুর সোনালী একাদশ বনাম তাঁতখানা একতা যুবসংঘের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু থেকেই ছিলো প্রতিদ্বন্দ্বিতামূলক। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় গৌরিপুর সোনালী একাদশ। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাঁতখানা একতা যুবসংঘ। তাদের অসাধারণ প্রত্যাবর্তন খেলার উত্তাপ বাড়ায়। পেনাল্টি থেকে একটি গোল পায় তাঁতখানা একতা যুবসংঘ। তবে দুর্দান্ত আক্রমণের পাশাপাশি, রক্ষণভাগেও দুর্দান্ত ছিলো গৌরিপুর সোনালী একাদশ। শেষ পর্যন্ত দুই-এক গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় গৌরিপুর সোনালী একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গৌরিপুর সোনালী একাদশের স্ট্রাইকার সাগর মিয়া এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের অধিনায়ক ইমরান খান।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মৃধা (মামুন)। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোস্তফা কামাল।

পাঁচঘড়িয়া একতা যুবসংঘের পক্ষ থেকে যারা আয়োজক কমিটিতে যারা ছিলো তারা সকলেই নবীন। তাদের উদ্যোগে আয়োজিত এমন টুর্নামেন্ট এলাকার মুরুব্বি মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, বর্তমানে মাদকের ভয়াল আগ্রাসন থেকে কিশোর এবং যুবসমাজকে দূরে রাখতে এমন আয়োজন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিতে উত্তেজনার কোনো কমতি ছিলো না। চারদিকে ছিলো দর্শকদের উপচে পরা ভিড়। শীতের বিকেল ছিলো উষ্ণ এবং উৎসবমুখর। বাংলার মানুষের কাছে ফুটবল যেনো শুধু নিছক বিনোদন নয়, বরং এক আবেগের নাম। যদিও জাতীয় পর্যায়ে ফুটবলের ভঙ্গুর দশা আমাদের হতাশ করে। তবুও এই স্যাটেলাইট-ক্যাবলের যুগে গ্রামবাংলায় ফুটবলের এমন আয়োজন সারাদিনের ক্লান্তি ছাপিয়ে এক অকৃত্রিম আনন্দের উৎস জোগায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়