বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে ‘রক্তযোদ্ধা’ সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে ‘রক্তযোদ্ধা’ সংগঠনের দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। ২২ জানুয়ারি রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ফরিদগঞ্জের কালিরবাজার সংলগ্ন এলাকায় উক্ত কর্মসূচি সম্পন্ন করা হয়। সংগঠনের সহ-সভাপতি ইমরান হোসেন মৃধার পরিচালনায় সাড়ে তিন শতাধিক জনের রক্তের গ্রুপ নির্ণয় করেন লাইফ জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মোহাম্মদ রাসেল।

এই কার্যক্রমে সে¦চ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইব্রাহীম মৃধা, নিরব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আল-আমীন, প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান সহ অন্যরা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান এই প্রতিবেদককে জানান, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি আগামীদিনে বিনামূল্যে ডাক্তার দেখানো, ঔষধ বিতরণ কার্যক্রম, বিনামূল্যে ডায়াবেটিস ও প্রেশার মাপা ক্যাম্পিং করার জন্যে আমাদের পরিকল্পনা আছে এবং সহসাই আমরা এ ধরনের কার্যক্রম হাতে নেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়