প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
![কর্পোরেট নারী কাবাডি লীগে এম. ইসফাক আহসানের দল ‘মতলব থান্ডারস্’](/assets/news_photos/2023/01/25/image-28799.jpg)
দেশের কাবাডিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো শুরু হচ্ছে কর্পোরেট ওমেন্স কাবাডি লীগ। ৬ দল নিয়ে ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মাঠে গড়িয়েছে ১০ দিনের এই লীগ।
কর্পোরেট নারী কাবাডি লীগ-২০২৩ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ)।
এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক, লীগ কমিটির কো-চেয়ারম্যান গাজী মোঃ মোজাম্মেল হক ও যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, কর্পোরেট লীগে দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে। পারফরমেন্সের ভিত্তিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা ৬ জন খেলোয়াড়কে ৬ দলের আইকন মনোনীত করা হয়েছে।
ছয়টি দলের মালিকানায় রয়েছে দেশের ছয়টি কর্পোরেট হাউজ। দলগুলো হচ্ছে : মতলব উত্তরের কৃতী সন্তান আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, শিল্পপতি, শিক্ষানুরাগী এম. ইসফাক আহসান এবং আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় দলটির নাম মতলব থান্ডারস্, বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস্, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্লাডিয়েটর্স।