প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
![মাহফুজ মিয়া চাঁদপুরের নবাগত ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন)](/assets/news_photos/2022/12/15/image-27220.jpg)
চাঁদপুরের নবাগত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহফুজ মিয়া। তিনি গত ৮ ডিসেম্বর নতুন কর্মস্থলে যোগ দেন। তিনি চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানা এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ও মাতা পানোয়ারা বেগম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করে ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। পরে বাংলাদেশ পুলিশের ট্রেনিং শেষে ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে যোগ দিয়ে ডিএমপি, সিএমপি ও হাজীগঞ্জে কর্মরত ছিলেন। তার স্ত্রী একজন আইনজীবী। তিনি ৩ সন্তানের জনক। চাঁদপুরে কর্মকালে পেশাগত কাজে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।