প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা](/assets/news_photos/2022/12/15/image-27216.jpg)
‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি-শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’-এ স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ১৪ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তসলিম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মুজাম্মেল হোসেন।
এছাড়া সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন।