বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর অরুণ নন্দী সুইমিংপুলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর নন্দী সুইমিংপুল অফিস কক্ষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং তাঁদের পরিবারের সদস্যদের আয়োজনে এই আলোচনা সভা গতকাল বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সরদার আবুল বাশারের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত সাঁতারু মোঃ ছানাউল্লাহ খানের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আলোচনা শুরু হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মোঃ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার মোঃ মফিজুল হক মজুমদার, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক বেপারী, মুক্তিযোদ্ধার সন্তান সাবেক পৌর কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ইসমাইল খান বাদল, মুক্তিযোদ্ধার সন্তান জহিরুল ইসলাম নয়ন, বিশিষ্ট নারী উদ্যোক্তা রোজিনা আক্তার মনি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের শেষ সময়ে স্বাধীনতার ঊষালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর আল-বদর, আল-শামস, রাজাকারদের সহযোগিতায় বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যাংকারসহ নানা শ্রেণি-পেশার শত শত বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে ঢাকার রায়েরবাজারসহ অন্যান্য বধ্যভূমিতে পুঁতে রাখে।

বক্তারা আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম একটি স্বাধীন-সার্বভৌম শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্যে। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ছিলো বঙ্গবন্ধুর নির্দেশিত এবং প্রত্যাশিত একটি সোনার বাংলায় মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়ার জন্যে। কিন্তু হানাদার বাহিনী তা হতে দেয়নি। আমরা আজ এখান থেকে শপথ নেবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। সর্বশেষ সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়