বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত সভায় সভাপ্রধান ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। সভাপ্রধান তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এইদিনে পাক-হানাদার বাহিনীর দোসর এ দেশীয় তাদের এজেন্টরা বাঙালিদেরকে মেধাশূন্য করার জন্য এদেশের দেশবরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, লেখক, সাহিত্যিকসহ আরো অন্য গুণীজনকে তালিকা করে হত্যা করে। কিন্তু বাঙালিদেরকে তারা দমিয়ে রাখতে পারেনি। বাঙালিরা তাদের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে একটি সার্বভৌম স্বাধীন দেশ অর্জন করে।

সভায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহ, শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান সরকার, সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারসহ অন্য শিক্ষকবৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আ.ন.ম. মফিজুর রহমান। মিলাদ শেষে মোনাজাতে শহীদ বুদ্ধিজীবীগণ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শাহাদাতবরণ করেছেন, ১৫আগস্ট ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহিদ সদস্যবৃন্দ, কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য পলাশ মজুমদার, গভর্নিংবডির সদস্যবৃন্দ যারা ইতিমধ্যে পরলোকগমন করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও হাজীগঞ্জ-শাহরাস্তির মাননীয় সংসদ সদস্য, ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়