প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
![জয়িতা হলেন শিক্ষক নাজমুন্নাহার শিউলি](/assets/news_photos/2022/12/15/image-27211.jpg)
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২২’ এ শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নাজমুন্নাহার শিউলি নির্বাচিত হয়েছেন। মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুন্নাহার শিউলি। জয়িতা নির্বাচিত করার জন্যে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।