বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

দেশটাকে মেধাশূন্য করতে হানাদার বাহিনী ও তাদের দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করে
অনলাইন ডেস্ক

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার লাইব্রেরী ভবনে অধ্যক্ষ ড. মাওঃ একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সর্বস্তরের শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করতে হানাদার বাহিনী ও তাদের দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করেছে। যারা জীবন দিয়েছেন কিন্তু আপস করেননি। আর জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলছে। সৃষ্টি হয়েছে হাজার হাজার বুদ্ধিজীবী। আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের আন্তরিকতা ও দায়িত্ববোধই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে।

সভাপতির বক্তব্যে ড. মাওঃ একেএম মাহবুবুুর রহমান বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, স্বাধীনতা যুদ্ধে শহিদগণ বিশেষ করে শহিদ বুদ্ধিজীবীদের অনন্য অবদানকে স্মরণে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারিকুলাম, সিলেবাস ও পাঠ্যপুস্তক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, ওলামায়ে কেরামের সাথে আলোচনার মাধ্যমে তা নিরসন করা সম্ভব। এ বিষয়ে ড. মাওঃ একেএম মাহবুবুর রহমান প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মাওঃ একেএম মাহবুবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়