প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জ বাজুস সভাপতির মায়ের পরলোকগমন](/assets/news_photos/2022/12/14/image-27174.jpg)
বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি (বাজুস), আন্তর্জাতিক শ্রীশ্রী বলদেব সংঘ ও বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফরিদগঞ্জ শাখার সভাপতি, দাসপাড়া সার্বজনীন মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক, শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির কমিটির সহ-সভাপতি এবং ফরিদগঞ্জ রোটারী ক্লাবের সদস্য ব্যবসায়ী দিলীপ কুমার দাসের মা রাজবালা রাণী দাস পরলোকগমন করেছেন (দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি ৯৬ বছর বয়সে নিজ বাড়িতে বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র দিলীপ কুমার দাস, উত্তম কুমার দাস ও সুজিত কুমার দাস এবং দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইতিপূর্বে তিনি স্বামী পরেশ স্বর্ণকার ও পুত্র খোকন দাসকে হারান। তার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখা, দাসপাড়া যুব সংঘ, ফরিদগঞ্জ বাজার ব্যবাসায়ী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে।